কবিতা : বন্যা ব্যানার্জী

 




আনমনা

বন্যা ব্যানার্জী


আড়মোড়া ভাঙে বৃষ্টির চেনা পথ
আলসে পেরনো গল্পেরা অনাসৃষ্টি
চিঠি বয়ে আনে শ্যাওলা জমানো কার্নিশ      
চোখ থেকে চোখ সরিয়ে নিচ্ছে দৃষ্টি।

উড়ছে পাতারা উল্টে পাল্টে অ্যাল্বাম
নিরাপদে থাকা দূরত্ব কমে পিছলে
আঙুলের কোলে চমকে উঠেছে বিদ্যুৎ
গারদ ভাঙছে অনিয়ম যত শিকলের।।

বুকের কাছেতে অবিরাম মেঘ মল্লার
বারান্দা ভেজে মুঠো মুঠো রূপকথারা
অবাধ্য স্মৃতি বৃষ্টি মাখছে তোলপাড়
নৌকো ভাসিয়ে হেঁটে যায় চুপকথারা।।