চতুর্দশপদী : অজয় দাশগুপ্ত : পুনর্মুদ্রণ

 





চতুর্দশপদী
---------------

(শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মনে রেখে)

               অজয় দাশগুপ্ত
               ---------------------

বন্দরে বন্দরে ঘুরে ক্লান্ত হয়ে তুমি
জনপদবধূদের অন্বেষণ শেষে---
পরিক্রমা সমাপ্তির পরে তটভূমি,
যেখানে নীলিমা এসে দিগন্ততে মেশে।
নতুন মাটির গান, নতুন ফসল,
তার স্বাদ, ঘ্রাণ নিয়ে তোমার প্রয়াণ।
যে পথে যায়নি কোনো নাবিকের দল,
লব্ধ অভিজ্ঞতা তুমি করে গেলে দান।

যে পৃথিবী রয়ে গেল সমুদ্রের কাছে
মৎস্যগন্ধা রমণী যেখানে উচ্ছ্বল,
জলের বুকের নিচে রামধনু আছে;
সবুজ স্বপ্নের দেশ সতত উজ্জ্বল।
রঙে রসে তাই নিয়ে তোমার জীবন
উত্তরাধিকারে করি স্মৃতির তর্পণ।
-----------


পুনর্মুদ্রণ 'দিব্যজ্যোতির পথে' পত্রিকা থেকে