কবিতা : রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

 



 



রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 



লুনাটিক ছায়া

 নিকোটিন লেগে থাকা আঙুলের ফাঁকে বহু পাপ জমে আছে

 গ্রেভিয়ার্ডের মাটি খুঁড়ে একে একে পুঁতে দিই তাদের

আমার লুনাটিক ছায়া ক্রমে বড় হয়

বেশ কিছু মার্বেল গুলি জড়ো করে রেখেছি

টার্গেট মিস করলে ছায়াটা কেঁপে উঠবে 

পাপগুলো হাত বদল হবে 

আরও একবার হাতটা শুঁকে নিই

পাপের কোন গন্ধ হয় না 

তাই রোদ চশমায় কলঙ্ক ঢেকে নিয়ে

মনে মনে ইরিনিসদের স্মরণ করে নিই ৷