কবিতা : মৌসুমী চৌধুরী

 





মৌসুমী চৌধুরী


আশা

গাছ থেকে খুঁজে নিই চুপকথা
মারকাটারি নীলে আকাশ ঝোলায় চাঁদ!
ধান কাটা শেষে ন্যাড়া মাঠের মতো হু হু করে বুক
শবযাত্রার খইয়ের মতো উড়ে যায় মুখোশ!

তালাবদ্ধ নগরীতে আবছা বেগুনি সন্ধে নামে।
মাস্ক-অ্যাজিথ্রোমাইসিন-অক্সিজেন সিলিন্ডার-
প্রোটিন ডায়াট-ভিটামিন সি...
হোম আাইসোলেশান, কো-মরবিডিটি, ব্ল্যাক- ফাঙ্গাস...টুকরো টাকরা অসুখ কথা...
একে একে উন্মত্ত শব্দবন্ধগুলো সব টুঁটি চেপে ধরে!
অ্যাম্বুলেন্সের যান্ত্রিক শব্দে
রক্তাক্ত চেঁচিয়ে ওঠে আমার কবিতার খাতা- খানা !

টবে মায়ের সাধের মাধবীলতায় জল দেয়
পাশের বাড়ির মা-মরা মেয়েটি।
সবুজ "আশা" তুলো স্পর্শ বুলোয়
সংক্রামিত হই, সংক্রমিত করে জীবনরস...