গুচ্ছ কবিতা : শান্তনু ভট্টাচার্য

 




শান্তনু ভট্টাচার্য
---------------------

রিফিউজি
--------------

সদ‍্য জোড় লাগা দুটো পাখি
নিশ্চিন্ত আশ্রয় ভেবে
উড়ে এসে বসেছে ফাঁসির মঞ্চের পাটাতনে।

হাত থেকে যেকোনো মুহূর্তে
খসে পড়বে রুমাল
জল্লাদ হাতল টেনে পাটাতন সরিয়ে নিলে
মরণ গহ্বরে আবার জেগে  উঠবে ডানা...

ভিন্ন কোনো  আপন ঘরের  সন্ধানে।


অক্টোপাস ও আমি
-------------------------- 
     
ঘরের ভেতর  অ‍্যাকোরিয়াম,
তাতে একটা অক্টোপাস।

রোজ কিছু না কিছুর রক্ত মাংস
খেতে দিলে আহ্লাদে মাথা নাড়ায়

আস্তে আস্তে বড় হচ্ছে ওর চেহারা আর খিদে

তালমিলিয়ে ছোট হচ্ছে অ‍্যাকরিয়াম আর
আমার ঘরের দরজা জানলাগুলো...