কবিতা : রথীন বন্দ্যোপাধ্যায়

 




রথীন বন্দ্যোপাধ্যায় 


যখন বৃষ্টি নেমেছিল


বন্দি শিবির থেকে উড়ে গেল সব পাখি

ক্যান্টনমেন্ট থেকে উড়ে গেল রাইফেলের চেয়েও সাংঘাতিক 
একটা সাদা রুমাল

বারাঙ্গনার যৌবন আচমকা নিবে গেলেও পড়ে রইলো টুংটাং 
 নূপুরের  শব্দ

ভিজে মাটির সোঁদা গন্ধে ধর্ষকের উদ্যত যৌনতা শান্ত হয়ে এলো

আলেয়ার আলো জ্বলে উঠলো স্তব্ধতার মাঝে
অন্ধকারে
সারারাত শুয়ে থাকা বিষণ্ণ ধানখেত ফিরে পেল সবুজ

কোনও বর্গি এল না
বেয়নেটের অহংকার নিয়ে কোনও হানাদার এল না
কোনও বাড়ির ধানগোলা ঘিরে মশালের আতঙ্ক জ্বলল না

অথচ পরেরদিন খুব সকালে সব সংবাদপত্রে হেডলাইন হল : 
প্রবল বৃষ্টিতে শহর ও তার পার্শ্ববর্তী এলাকার স্বাভাবিক 
জনজীবন বিপর্যস্ত, ইত্যাদি ইত্যাদি