মুক্তগদ্য : মোহনা মজুমদার

 






মোহনা মজুমদার


কিছুটা সংহত


ভালোবাসতে বাসতে ভালোবাসাটাই যে কখন অভ্যেস হয়ে 
যায়,নিঃশ্বাস নেওয়ার মতো,টের পাওয়া যায় না ।অক্ষম সময়ের 
অবকাশে মিঠে রোদ দোসর খোঁজে , জড়িয়ে থাকতে চায়  স্নিগ্ধ 
আবেশে,হাজারটা অনুভবের ভেতরেও কিছু অনুভব যেভাবে 
প্রকট করে নেয় নিজেকে। বিপন্নতা থাকুক অস্তিত্বের নাভিমূল 
জুড়ে,স্বাহা জাগাক তৃষ্ণার্ত বুকে ।সিঁথি জুড়ে তোমার আঁকা ওই 
লাল দাগ, হস্তরেখার মতো স্পষ্ট ।অনুরণন জানে অভিমানের 
ভাষা,সে জানে কতোটা দোলাচলে, তরঙ্গ উথালপাথাল হয় ,
আছড়ে পড়তে চায় । ছেড়ে যাবো বলা যত সহজ, ছেড়ে যাওয়া 
তার চেয়েও হাজার গুণ কঠিন।
লেপ্টে থাকে কাজল শ্লোকের মতো উচ্চারিত দগ্ধতায় 
জলপ্রপাত আঁকে। কখনও মনে হয়েছে চড়াই-উতরাই এর 
মাঝেও এই যে কিছুটা তরাই করে নেওয়ার প্রাণপণ চেষ্টা,এটা 
যতদিন থাকবে , পরবর্তী অণুগল্পের প্রোপ্যাগান্ডা গুলো খানিক 
মালকোশ রাগে সংলাপ লিখবে ।যেদিন অনুভব করবো তোমায় 
হারানোর ভয় আর আমার ভেতর অনুরণন জাগাবে না , সেদিন 
বুঝবো এই ভালোবাসা নামক যন্ত্রণাটা থেকে নিজেকে মুক্ত 
করতে পেরেছি।
মুক্ত করতে চাওয়া আর পারার মাঝে যে বিস্তর দূরত্ব,তার 
নৈর্ঋতকোণে রোজ একবার সূর্যোদয় আর একবার সূর্যাস্ত 
হয়,কালের নিয়মের মতো, সুনিশ্চিত ভঙ্গিমায়, টিকিয়ে রাখার 
জ্বলন্ত ইঙ্গিতে।