কবিতা : সমরেন্দ্র রায়

 





সমরেন্দ্র রায়
------------------


একটা প্রচেষ্টা
------------------


আমরা অনেকেই পড়ুয়া ছিলাম,
আমরা অনেকেই পড়ুয়া আছি,
আমরা সকলেই একদিন পড়ুয়া হবো।

এ সত্য নিরাবরণ, চিরায়ত মন্থন, সময় বেঁধে আমাদের চলাচল।
আমরা কেউ কেউ ভ্রমে থাকি অথবা বিভ্রমেও। তবুও
আমাদের শরীরে খেলা করে অমোঘ মন্ত্র, 'নমো
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে' ---এ সবই প্রথম
আলোর সন্ধানে জেগে ওঠা পরিক্রমণ।

চারিদিকে তাকিয়ে দেখি অসহিষ্ণুতা, বাসা বেঁধেছে আমাদের ঘরে।
তাকিয়ে দেখি শিক্ষার আঁচলে ঝরে পড়ছে অপরিশ্রুত বারিবিন্দু।
শিক্ষার অঙ্গনে কখনও কখনও প্রিয় মানুষের ছায়াপাত নেই।
এতদ্ সত্বেও অবলোকন করে দেখে নিয়ো ভরে উঠেছে
শিক্ষা চরাচর, জগৎ বন্দনার জয়গান বিনম্র সাধনার মননভূমি।

কলমিলতার মতো এগিয়ে চলি ভরিয়ে তুলি আঙিনানন্দ,
বাণী বন্দনায় মেতে উঠি, ভেঙে ফেলি অপরাপর অশনিবন্ধন।
হাতেখড়ি দিয়ে শুরু করি, ছুটে চলি সীমানা পেরিয়ে
দ্বিধাদ্বন্দ্ব ছুঁড়ে ফেলি আঁকড়ে ধরি ঐশী অক্ষরে

আমাদের পথচলা বন্ধুর হলেও, কেবল জেনে নেবো
আলোমাখা পথরেখা মেখে নেবো জীবনের স্মরণিকা
               আজও ভালো আছে অন্তরালে,
                                         হয়তো গভীর পরবাসে।