গুচ্ছ কবিতা : অমল বসু

 








অমল বসু
--------------

খালিবাড়ির আড্ডা
--------------------------

ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস-- দুর্যোগের রাত
বজ্র অভিঘাতে চৌচির অন্ধকার দূরে দূরে দামামা
ঘুম ভাঙে বালিরশহরে, বুকে ভারী দুটি হাত

মেঘের শামিয়ানার নীচে পটলডাঙ্গার রুফটপ
সবুজ পাতার ফাঁকে কিছু ফুল ও নিশিপদ্ম
তেতলায় আলো নেই সিটি পড়ে না রান্নাঘরে
বন্ধুবর গৌরাঙ্গ মিত্র হাত ধরে বসাল ফরাশে
ভারী ব্যাগ কাঁধে গুচ্ছের প্রুফ, নাসের যথারীতি
চারিগ্রামের মুরারী এসেছে আসেনি মঞ্জু
কল্যাণ শ্যামাশ্রীকে নিয়ে, মুহূর্ত সঞ্চয়ে বিভাবসু
সবর্ণার হাতে শিঙারার ঠোঙা হাল্কা হতে থাকে
মগ্ন জ্যোতির্ময় কবিতার পাতা ওল্টায়
অধুনান্তিক শামিয়ানার নীচে পাখিদের এসপারান্ত
কেউ বলে না, 'রাত অনেক হল, বাড়ি যাও'

এই আড্ডার কথা রিতা মিত্রকে বলা গেলেও
প্রভাত চৌধুরীর কানে তোলা যাবে না কখনো
-------------

ফুটপাতের কবিতা
-------------------------

১.
দুটি হাত আছে, হাতে কাজ নেই, বেকার
বেকারের মা বাপ ভাই বোন থাকার কথা নয়
চিৎকার করতেও দেবে না হারামিরা
লঙ্গরখানায় হাত পেতে বলতে হবে-- ক্ষুধার্ত

২.
ছোঁয়া ছুঁইয়ির আমদানি করা অসুখ
রপ্তানি হচ্ছে বড়ো শহর থেকে গরিব গ্রামে
অলিগলিতে ঘুরছে ভিনদেশি সাপুড়ের দল
সাপে কাটলে বলা যাবে না-- সাপুড়ের কারসাজি

৩.
বৃষ্টির পূর্বাভাসের মতো যুদ্ধের ঘোর উদ্বেগ
প্রত্যাঘাতের খবরে ফুলে ফেঁপে উঠছে টি আর পি
কোল খালি হবে মায়ের, বুক খালি ভালোবাসায়
মা ও ভালোবাসার কি কোনো দেশ হয়?

৪.
অতিমারির ভয়ে ভগবান যখন মন্দিরে বন্দি
সুযোগ বুঝে কৃষক মারা সর্বনাশা আইন
অন্নদাতার আর্তনাদে নির্বিকার এ কার সরকার!
ধর্মের আড়ালে পুঁজির সেবক, মহাপ্রতারক
---------------
১৩-০৩-২০২১