কবিতা : সমরেশ মণ্ডল

 





সমরেশ মণ্ডল


পৃথিবী মেপেছি, অক্ষর পড়িনি




আলো ছিল পুরু কাচের চশমা তথাপি 
পড়া গেল না সব অক্ষর। প্রতিটি 
দৃষ্টিতে প্রতিটি স্পর্শে লুকানো ছিল বীজ 
আমরা পড়তে পারিনি, সমাধির ক্ষেত্রফল।

 হাত দিয়ে পৃথিবী মেপেছি, অক্ষর পড়িনি,
 সন্দেহের দৃষ্টিতে খুঁজেছি পবিত্র মুখের
 পরিণতি তবুও কোথাও কিনারা খুঁজিনি,
কেননা আলো ছিল, পুরু কাচের চশমা, অক্ষর 

পড়তে চাইনি, হিমঘরে সাজিয়েছি শরীর,
জমতে জমতে শরীর সরণি-এঁকে চলে,
বেঁকে চলে ,চলে কেঁপে কেঁপে কালের যাত্রার ধ্বনি 

কপালের তৃতীয় কোণে পড়ি,দেহজ  ধরণি

সর পড়ে ,পুরু কাচে পৃথিবী নিমগ্ন হয় 
ছায়া পড়ে, হেঁটে যায় ,মৃতের হাত ধরা আনন্দ সরণি।


*****************