কবিতা : চন্দ্রদীপা সেনশর্মা

 





ফুটবল এবং আমরা
---------------------------



                  চন্দ্রদীপা সেনশর্মা
                  -------------------------



ইউরো কাপ দেখে রাত বারোটায় ঘুমোতে গেলাম।

খেলা দেখতে দেখতে তোমার কথা ভাবি, ভুলবশত
ডেকে ফেলি: 'বাবা'---

রাত আড়াইটে কোপা আমেরিকা,
ব্রাজিল-ভেনেজুয়েলা। দেখা সম্ভব না।
ডাক্তারবাবুদের নির্দেশ: রাত জাগবেন না

মধ্যরাতে ঘুমের ভিতর শুক্ল পঞ্চমীর চাঁদ ছুঁয়ে
হলুদ আলোর ব্রাজিল...বাবা তুমিও...কত গল্প...
সক্রেটিস জিকো রোমারিও রবার্তো কার্লোস
কাফু রোনাল্ডো রোনাল্ডিনহো...তোমার প্রিয়
পেলে...গাঢ় ঘুম...ঘুম ছুঁয়ে আছ তুমি...

সকালে ভাইয়ের ফোন, ফুটবলার হওয়ার
স্বপ্ন নিয়ে যে অঙ্কের অধ্যাপক হয়ে গেল।
খেলাটা তার মুখে শোনা সৌভাগ্যের।

কথায় কথায় ভাই বলল, মেসোকে মিস করি
আজও...
---------------
১৪ জুন, ২০২১, সন্ধে ৮.০০