কবিতা : তাপস কুমার চট্টরাজ

 






তাপস কুমার চট্টরাজ

একা - একা

ফাঁকা মাঠে হামাগুড়ি দিয়ে নামে

চাপ চাপ বিষণ্ণ আঁধার 

মেঘের ঘরবাড়ি থেকে

হাতছানি দেয় পরিজন বিকেল

রঙিন উচ্ছ্বাস বিলি করে নিঃসঙ্গতা অপার্থিব মগ্নতায়

অবশেষে জ্যোৎস্না খামচে ধরে তুলে নেয় স্বগৃহে।