কবিতা : মৌমিতা পাল

 





মৌমিতা পাল
------------------



এ চক্র জ্যান্ত
-----------------


শ্রান্তির ঘুমের ওপরেই টাঙ্গানো থাকে চ্যাপ্টা মশারি

এ পিঠ ও পিঠ অগাধ ধুলোর
গৌণ-আত্মায় উজবুক কবিতা,
কুণ্ডলীবৎ সাজানো সংসারে
মানুষ ঘুমোয় কেবল যথেষ্ট আদরে

                   
নুন-লঙ্কা-আম-উঠোন
              সহজ সরল কাঠের আলমারি
                              দুপায়ে জড়ানো গাজনের গান
যথাক্রমের দরবারে সকলেই গোবিন্দ গোপাল।

আধুনিকরা যা জানে না
তা মেনে নেবে স্নায়ুবিপর্যয়ে
ভূতুড়ে মাছের ঘাই কুঁকড়ে থেকে যায়
নেড়িকুকুর-ভিখিরি জাগে উদাসীন রাতে

শ্রান্তির ঘুমের ওপরেই টাঙ্গানো থাকে চ্যাপ্টা মশারি

জখমেও হাসো, রণাশ্ব প্রস্তুত
কবিতার সিংহাসনে এবার রাজাবদল হবে