গুচ্ছ কবিতা : নিয়াজুল হক

 




নিয়াজুল হক


সাক্ষাৎ 
----------

তুমি যেতে বলেছ
আমি যাব

সঙ্গে করে নিয়ে যাব
আমার অনিয়ন্ত্রিত ব্ল্যাডসুগার,
একবার অ্যাটাক হয়ে যাওয়া হৃৎপিণ্ড,
এবং বিশাল স্ফীতকায় প্রস্টেট গ্লাণ্ড

তোমার ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে দেখা করাতে  ;

অনেক গল্প হবে

একবার অন্তত
ওরা আগের জায়গায় ফিরে আসুক

ব্যাপারটা মন্দ হয় না

বলো  ?
------------

গ্রহণ
-------

একজন সাড়ে পাঁচফুটের মানুষকে
প্রথমে ছোট করা হল

তারপর ধুলোয় মিশিয়ে পুনরায় দাঁড় করিয়ে
তাকে অণুবীক্ষণ যন্ত্রের তলায় রাখা হল

এবং যথেচ্ছ বড় করে আকাশে তুলে দেওয়া হল

এর মধ্যেই
গ্রহণ-বর্জন

এর মধ্যেই
যাবতীয় বেলুন ওড়ানো এবং হাততালি

একে তোমরা কী বলবে বলো  ?

গ্রহণ না অন্যকিছু  ?
-------------

ঢেউ
------

তুমি আর চুপ করে থেকো না ঢেউ

তোমাকে সমতল থাকা মানায় না

তুমি উঁচু হয়ে ওঠো,
তোমার এক একটা দাবড়ায়
ভেঙে যাক ঘুঘুর বাসা

আমরা চামড়ার জুতো নয়
সামান্য চটিপায়ে শান্তিতে থাকতে চাই

ঢেউ তুমি নীরবতা ভঙ্গ করে
উঁচু হয়ে ওঠো

গোপনে বিপ্লবীর সঙ্গে দেখা করো