গুচ্ছ কবিতা : তিতাস বন্দ্যোপাধ্যায়

রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




অগ্নিদগ্ধ
-----



আগুন
---
হাত তুলে খুঁজছি তোমাকে!
অথচ, 
এই লেলিহান শিখা -
চোখের মণি, 
বুকের গোপন রহস্য খুঁড়ে তুলে আনছে
দধীচির হাড়...



ছাই
---
নিজেকে অতিক্রম করার পর মনে হয়
এ যেন দুরন্ত রাস্তা -
শিশুর টলমলে পায়ের সঙ্গে সন্ধি করে
এগিয়ে নিয়ে যাচ্ছে নতশির অসুখে,জীবনে। 



স্পর্শ
----
'আয় আয়' বলতে বলতে 
বাঁকাচোরা আঙুল 
আকাশের ছাইরঙ সরিয়ে লিখে দিচ্ছে
অপরিকল্পিত চুম্বন।
সদ্য বিবাহিতা যুবতী যেসব গোপন করে 
বাসরে, ফুলসজ্জায়। 




তূণ 
----
ঘ্রাণে ও জ্যোৎস্নায় 
উজ্জ্বল সুদর্শন ঘোড়াটি
স্বপ্নে তোলপাড়... 

ঘোড়া, তুমি জানো
পিঠে বাঁধা তূণ থেকে কেন ছিটকে আসে রক্ত?
 শিকারী ভোঁতা অস্ত্র ছুঁড়ে দেয়-

ঘ্রাণ ও জ্যোৎস্নায় 
বৃথাই...