কবিতা : সৌরভ বর্ধন

 




সৌরভ বর্ধন


ডানা

এখন আমার দুটো ডানা দরকার
দরকার গাছের কোটর থেকে গড়িয়ে পড়ার
কিন্তু আবহাওয়া এমন, মনে হচ্ছে 
খুব কাছেই কোথাও বৃষ্টি হয়েছে এখনি!

শয়ে শয়ে কালো পিঁপড়ের দল 
আমার মুখ থেকে অন্ধকার ডিম নিয়ে উঠে আসছে; 
জলের অভ্যন্তরে আঁশটে গন্ধ গুলিয়ে উঠছে মাটি, 
পিপাসা এবং গড়িয়ে পড়ছে লালা। আমি অস্থির 
শাবকের আশায় হাঁ করে আছি -----

নির্মোহ শব্দের ডিম নিয়ে ধূসর ডাঁশের দল, 
আমাকে এখনি নির্বাক করে দেবে তারা ------