কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়

 






জয়ন্ত চট্টোপাধ্যায়


 ধারা  

রুমালগন্ধ অ্যাভিনিউ ওপারে নির্বান্ধব দেয়াল
জলকল চাতালে নির্ঘাত কূজন আদিরস ঝড়
প্রবল কুণ্ডলিময় ত্রিযোগ সাধন ব্রহ্মসুখ সহস্রদল  কমলমৃণালে বিষাদপাতার দীর্ঘশ্বাস

নামফলকে উৎকীর্ণ দোয়েলের ডাক শ্যাওলার কান্না
কদাপি অধীনতামূলক মিত্রতা লিখেছিল রোদচশমা
চিররঞ্জনী আদরে শীৎকার প্রলম্ব যতির অমোঘপ্রান্ত
অপার অন্ধকার ফিতে.....

হাসির ছলে ক্লান্তির চাঁদ কখন লিখেছিল দীর্ঘশ্বাস
নিষেধপাতায় আবাহন মুদ্রা আর মগ্নতার ফুল

৩০৭ ধারায় ভাঙা নিবের কান্না প্রতিশব্দময়
হত্যা বা আত্মহত্যা বেয়ে ড্রাকুলা জিভে লিকলিকে সাপের আগ্রাসন চেটে নেয় রক্তের লাল
প্রত্নগহ্বরে অতৃপ্তির ঘুম ধারা বিলোপের প্রত্যয়