গুচ্ছ কবিতা : আমিনা তাবাসসুম

 





আমিনা তাবাসসুম 


বিনিয়োগের মিথ্যে ফসল 


ভালোবাসা পাশ ফিরে শুলে তোমার নামে সর্ষে খেত
যে অভীষ্ট লক্ষ্যে শরীরের ভাঁজ খবর রাখে
তাতে এখন বেগুনি রঙের নিপিল চাদর
বাইরে মোলায়েম আবহাওয়া
আমার চারপাশে অসংখ্য পিঁপড়ের আস্তানা
ভুল ধারণার পেছনে যে কারণ থাকে তা এখন স্পষ্ট
তবু তোমার বাড়ানো হাতের মুঠোয়
এঁটে আছে অহংকারের পট্টি।
যে চোখ ছিল মোহময়, বুকে উত্তাল প্রেম
সেসব হালকা কাফনের মতো উড়ে গেছে।
ধূসর রোদের দু বাহুর করিডোরে
বিনিয়োগের মিথ্যে ফসল।
একটা ভেঙে যাওয়া গাছ, মেরুদণ্ডহীন প্রাণ
লবণাক্ত পানির মতো দু ফোঁটা বিষ
বিশ্বাসের শিরা উপশিরা বেয়ে মিশে গেছে চেতনার রন্ধ্রে।
তুমি বাষ্পের মাঝে শান্তি খোঁজো এখন
আমি পেরিয়ে যাবো স্বর্গের পবিত্র স্পর্শ।
তারপর জং ধরা উন্মাদ প্রেমে
ঢেলে দেবো অনুযোগহীন অবহেলা।





অজ্ঞতাবাসের চক্ষুলজ্জা

নিয়ম ভঙ্গের রাত পেরোলে মানুষ অন্যরকম হয়ে যায়;
ঠিক যেন মৃত্তিকায় খসে পড়া এক একটা বিবেকের মতো,
তারপর যন্ত্রণা নামে গুঁড়ি গুঁড়ি মেঘ নিয়ে।
ঘুর্ণবাতের চোখের মতো কাজল পরে
সিঁদুরের রং কখন যে ধুলোবালি লেগে অন্ধকার হয়ে আসে
তার অভিধান এখন সকাল বিকাল দেখি
মুনাফেকের ঠোঁটের কোণে।
বরাবরের মতো মিথ্যে ছায়ায় ভর করে
হৃদয় বন্ধ করে নিশ্চয়তায়।
অথচ এখন পিছু নেবার কোনো মানে ছিল না
তাই বিরক্তির কঙ্কনে পরিয়ে দিলাম অজ্ঞতাবাসের চক্ষুলজ্জা
এখন চাইলেই আমি ছুঁড়ে দিতে পারি তোমার মুখোশের প্রতিটা আড়াল
আর ওই বেশরম চোখের ঠুলিতে একশ একটা লজ্জা
কিন্তু তুমি তো কাফেরও নও
সততা তোমার গায়ে পরিহাস করে নিশ্চিন্তে
যেন কোনো গভীর বয়কট,
 প্রত্যাশাহীন স্বপ্নের দরবারের মতোই !




এক একটা নীরব পাপের বিষ


বহুদিন আগে পেরিয়ে এসেছি আঘাতের সমস্ত চিহ্ন
এক একটা কালশিটে দাগ ছুঁড়ে দিয়েছি নরকের অন্ধকারে
তবু ছুটতে ছুটতে ক্লান্ত হতে হয় 
অপবিত্র দেহে ছড়িয়ে আছে ঘৃন্নার উৎসুক বীজ
আসলে আমরা সবাই এক একটা বিষয়ে ভীষণ পাগল
কিন্তু তুমি যে অতীতের অন্ধকারে ডুবে যাবে জানা ছিল না
সুন্দরের পেছনের ভয়াবহতা বড় নিষ্ঠুর,
ঠোঁটে আগুন পুষে হৃদয় উপড়ে আনে অনায়াসেই
কালের কণ্ঠে মিশে থাকা এক একটা নীরব পাপের বিষ
আমায় দগ্ধ করে, দগ্ধ করে অনবরত
ভবিষ্যতের আয়নায় হাতকড়া দেখে ধিক্কার দিই
এই আলো, বাতাস, সূর্যের প্রতিশ্রুতি
বন্য হতে হতে বিভৎস হাত পা নিয়ে জন্মায়
প্রেম আসে আঘাত দেবার জন্য
তবু লজ্জাহীন প্রেমিকার ছদ্মবেশে বারবার
কাঙালের মতো ভালোবাসার অভাবে দুই হাত পেতে দিই।