কবিতা : কৃষ্ণ রায়

 




কৃষ্ণ রায়

বাঁধ ভেঙে গেছে


আমার সামনে যে পথ গেছে চলে
আমি ওই পথের শেষে থামি,
ঘোলাটে জল এসে ছুঁয়ে যায় কপাল
আমি অজস্রবার হই বিপদগামী।

চোখের জল কেউ দেখতে পায় না
দেখাই না আমার কান্নার ছবি
পথ ভুলে এলোমেলো গান বাঁধে 
যেমন, নির্বাক বিকেলের কবি।

আমার বেলা ফুরায়, পদ্ম দেখি জলে
নীরবে কেমন একলা বিষণ্ণ
মেঘের দিকে তাকালে দেখি, আঁধার
হয়ে আছে বৃষ্টি নামার জন্য।

কখনো আসে ঝাপসা, দূরের ঢেউ 
কাছে দূরে বৃষ্টিরা পেয়েছে
আমার ভাঙে ঘর, অবাধ চর
আজ হঠাৎ বাঁধ ভেঙে গেছে।