কবিতা : উদিত শর্মা

 




উদিত শর্মা

যখন বৃষ্টিরা ঘন হয়ে আসে


এই যে কাঁড়ি কাঁড়ি লকডাউন, 
কেউ কি ভেবে দেখেছে
দরজার সঙ্গে জানলার ডিভোর্স হয়ে গেছে
অবশ্য এতে একটা সুবিধাই হয়েছে
জানলার কিলোমিটার অনেক বেড়ে গেছে। 
রোদ হালকা হয় , বৃষ্টিরা ঘন হয়ে আসে
জানলার পাশে পেয়ারা গাছটার 
পুষ্টিগুণ এতটাই বেড়ে গেছে যে
আপেলের অহংকার ভেঙে যেতে বাধ্য। 
যাইহোক আপনি নিশ্চয় আমার সাথে
সহমত হবেন -
অনলাইন ফুচকা যতই মাতিয়ে রাখুক না কেন
সেই ঘামে ভেজা কয়েক ফর্মার
কলেজস্ট্রিট- মৌতাত আর কিছুতেই নেই