কবিতা : সুধাংশুরঞ্জন সাহা

 




সুধাংশুরঞ্জন সাহা


তছনছ মন


জ্বরের ঘোরে আছড়ে পড়ি বিছানায়।
আঙুলে আর আঙুল নেই বহুদিন।
কেউ আসেনি জড়াতে নিজের ছায়ায়।
সমুদ্রজল চোখের সীমায় মলিন।

গাছের সাথে বাতাস খেলে রাতদিন।
বুকের কাছে আনত মুখ গেছে সরে,
মুখোশ পরে সে-মুখ এখন অচিন।
অস্থির স্রোতের গান মনে আসে ভোরে।

ক্ষতবিক্ষত নদীর কথা ওঠে যদি,
এপার ওপার গায় দূরত্ব নদীর।
আকস্মিক জলোচ্ছ্বাসে ভেসে যায় নদী।
পাখিহীন খাঁচা শুধু হারানো গতির।

ভেঙে ফেলা নদী আর তছনছ মন,
সব পাখিরই থাকে ভালোলাগা বন।
+++++++++++++++++++++++