কবিতা : তাপস কুমার চট্টরাজ

 





তাপস কুমার চট্টরাজ


গন্ধ মাখি



আমার রক্তের রং লাল নয়
তাই তো আঁশওয়ালা সঙ্গ
খুঁজি । পাশে পাশে সাঁতরে 
বুকের শ্বাসটুকু নিঃশেষে বিলিয়ে
গন্ধ মাখি। পোকাই বল আর 
গোত্রবিহীন জলচর , যা খুশি।
গভীরতা মাপতে পারি না , ওজনও ।
সঙ্গহারার দলে নাম লেখানোর ভয়ে
ইতস্তত লেজের ব্যবহার বহাল রাখি।
ভেসে ভেসেই নীলাভ রসে জোরালো
প্রাণবায়ু ,সঞ্চয় থেকে খরচ করি।
কালের কণ্ঠ শোনায় সংলাপ
জলজ জীবের ভাষার কারিকুরি ।




একা-একা


খেলুড়েরা বাড়ি ফিরে গেলে
তাড়া দেয় তাগিদ
বিষবাষ্পের আস্তরণ ছুঁয়ে খেলি
একা - একা
ফাঁকা মাঠে হামাগুড়ি দিয়ে নামে
চাপ চাপ বিষণ্ণ আঁধার

মেঘের ঘরবাড়ি থেকে
হাতছানি দেয় পরিজন বিকেল
রঙিন উচ্ছ্বাস বিলি করে নিঃসঙ্গতা অপার্থিব মগ্নতায়

অবশেষে জ্যোৎস্না খামচে ধরে তুলে নেয় স্বগৃহে। 


একা-একা কবিতাটি গতসংখ্যায় ভুল মুদ্রণের কারণে আবার রাখা হল। সম্পাদক।