ভাষা
পার্থজিৎ চন্দ
মহর্ষি দেবেন্দ্রনাথের মতো শরীরে গড়িয়ে পড়ছে অনিচ্ছুক ভাষা-ইজারার রোদ
চিলিকার থেকে কিছুটা তফাতে সে এক রত্নবজ্রভরা মেঘ
নৌকা ডুবুডুবু। ইতর ভাষার অক্ষর ক্ষমতা, ভেসে উঠেছিল দ্বীপ
এক চণ্ডালের ঘরে বহুদিন কাটাবার পর
টেম্পস্টের অমোঘ আঘাতে হারানো বাবার সঙ্গে দেখা
বাবা ও ছেলের শরীর ছাপিয়ে চলে যাচ্ছে
কামশূন্য শুদ্ধশব্দভরা মায়াবী গোধূলি
টেম্পস্টের অমোঘ আঘাতে হারানো বাবার সঙ্গে দেখা
বাবা ও ছেলের শরীর ছাপিয়ে চলে যাচ্ছে
কামশূন্য শুদ্ধশব্দভরা মায়াবী গোধূলি
চিত্রনাট্য ভেঙে দিয়ে পরিচালকের স্তব্ধতার পাশে
জেগে উঠছে আরেক স্তব্ধতা –
জেগে উঠছে আরেক স্তব্ধতা –
পিতৃপুরুষের ভাষা বোঝে না এ অবোধ সন্তান.....
চরাচর
হাত-কাটা রাত্রি-সৌধে ছিটকে মিশছে গূঢ় আর্তনাদ
এক অস্থিভক্ষ আর তার চারখানা চোখ ছায়াস্থাপত্যের নীচে ঝকঝক করছে
এই নদী…জলের ভেতর তারা। তেষ্টা পাচ্ছে
যার স্তন খণ্ড খণ্ড করে ভাসিয়ে দিয়েছো জলে আমি তার টোটেমসন্তান
এ-নদীর আগে খটখটে নদীখাদ ছিল, তারও আগে নদীশূন্য চরাচর
গণ্ডুষে ফুরাবে নদী, তবু আমি সেই চরাচর চাই
এক অস্থিভক্ষ আর তার চারখানা চোখ ছায়াস্থাপত্যের নীচে ঝকঝক করছে
এই নদী…জলের ভেতর তারা। তেষ্টা পাচ্ছে
যার স্তন খণ্ড খণ্ড করে ভাসিয়ে দিয়েছো জলে আমি তার টোটেমসন্তান
এ-নদীর আগে খটখটে নদীখাদ ছিল, তারও আগে নদীশূন্য চরাচর
গণ্ডুষে ফুরাবে নদী, তবু আমি সেই চরাচর চাই
তোমার কবিতা নিয়ে নতুন করে কি বলবো আর? যথারীতি মুগ্ধতা।
উত্তরমুছুনঅপূর্ব!
উত্তরমুছুনখুব ভাল লাগল
উত্তরমুছুন