গুচ্ছ কবিতা : অমিতাভ মৈত্র

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



আউটডোর টেবিল
--------------------------

উপুড় হয়ে শুয়ে আছে নিঃসাড় আকাশ
আর তার পিঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
আস্তে আস্তে, সারাদিন ধরে এগিয়ে যাচ্ছে লাল
স্টেথোস্কোপ।

সম্ভবত অসুখ খুঁজছে।

---------
০৪.০৫.২০২০

আশ্বাস


বোকার মতো সাদা হয়ে যাচ্ছে তারারা--ওদের
বলো, ভয় নেই

আমার মালিক হুস্তো বামব্রিলা এখন চার অক্ষরের
মতো ঘুমিয়ে

তারাদের বলো মেঘের গায়ে আর মুখ গুঁজে না
থাকলেও চলবে

ব্যাখ্যা নেই--তবু আমার মালিক হুস্তো বামব্রিলা
                     এখনও চার অক্ষরের মতো ঘুমিয়ে

২২.০৪.২০২০

আত্মা ও শরীর

সারাজীবন বেজে যাওয়া ঘণ্টা
                আজ নিচুমুখে এসে দাঁড়িয়েছে তার
অবসানে
আর তাকে অগ্রাহ্য করে সীমা ছাড়ানো স্পর্ধা নিয়ে
             শক্ত ছাই নিজেকে খুলে নিচ্ছে চুরুট থেকে