কবিতা : কানাইলাল জানা

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



সেই সাম্রাজ্য

কানাইলাল জানা 


সারা বছরের যাপনচিত্রে যত ছোটো ছোটো 
কথা আসে জালার  ভেতর নামিয়ে দিই, যত 
ছোটো ছোটো ব্যথা পাই লক্ষ্মীভান্ডারে ভরে 
রাখি। ছোটো ছোটো চিন্তা-চর্চাকে টুনটুনি 
করে বসাই জামাকাপড় মেলার তারে আর 
যদি সামান্য ভালোবাসাও পাই লুকিয়ে রাখি 
মনের জাফরিকাটা      -কৌটোয়...

আজ যখন দেখি জিহ্বায় কোনো কথা 
সরছে না, হারিয়ে ফেলেছি চিন্তা -ভাবনা 
করার সামান্য  শক্তিও, ব্যথা পাওয়ার তো 
প্রশ্নই নেই, চুপিচুপি সকলকে ডেকে 
তাদের গায়ে আদুরে হাত বুলিয়ে বলি: 
'এমন একটা সাম্রাজ্য গড়ো এবং এক্ষুনি 
যার দ্বারোদ্ঘাটন করবে কৌটোভর্তি 
ভালোবাসা'...