গুচ্ছ কবিতা : আমিনুল ইসলাম

সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





সৃজন

বেরিয়ে এসেছে হাত
আয়নার ভেতর
    শরীর থেকে শরীর
শিকড়!

কাণ্ডহীন শাখা-প্রশাখায় 
পাতার 
বাহার

অনুচ্চার! 
অনুচ্চস্বর!
কথাকম! অনেক অবাক ডটকম!
বেবাক কথোপকথন 
জলের ~

উষ্ম-প্রসবণ
ঘাম বিন্দুর
তথাকথিত 
কলম!.
সহিষ্ণুতা 
সৃজন করে...

১-হত্যার অনুলেখ

গাছ হওয়া ১চরম অভ্যাস
বাগানের দেয়াল ঘেঁষে যেসব স্বপ্নের
ডালপালা অঙ্কুরেই মজে উঠেছিল
- তাদের তর্জমা
তর্জনী লিখতে নারাজ
অনুযোগহীন!
পাতা বাহার রেজুলেশন ~
তোমার মুঠো লুকিয়েছে
রোদ-চশমা কাব্যের ভাষায় নিমগ্ন
কিছু অস্পষ্ট সময় ধারাপাত
সন্ধ্যার আলো হত্যা করেছিল... 


সহমরণ

যতদূর তোমার চোখে হাঁটা
আলোর শ্রবণ

প্রতিটি বাঁকেই ল্যাম্পপোস্ট
হাতছানি ফেলে...

এড়িয়ে যাওয়া লেভেলক্রসিং

তৃষ্ণার দিকেই নদী হাঁটে
হাঁটতে হাঁটতে বহুদূর
ভবিষ্যতের দ্রবণ

গ্লাসে সেজে উঠেছে ওয়াইন
হ্রদ= লবন+জল
সজলনেত্রে বইছে ~

নায়িকা প্রবণ

রুবি=চুনি

       =নিরর্থ নয় এমন
ভগ্নাংশের অন্দরমহল একনিষ্ঠ

যাবতীয় কাকের কালো রং
রাতের দেয়াল তোলে

মাঝি নেই! ~! ~!

কিছু কিছু  পাথরে  হৃদয় আঁকা
মরফিনে ঢাকা ঘুমের
আচ্ছাদন

অনেক মাথাব্যথা
অগোচর
অমৃতাঞ্জন

পালে ভাসমান
নদীর বুক
১একটা বাঁক
নিতেই
চোখে সাজিয়েছিলে নানান

প্রজাপতি ~ ~ ~


প্রসবপাঠ

১টি জানালা

  চিরাচরিত

খোলা >< বন্ধ

দৃশ্যের কিনার

অল্পকিছু৷  ভুলের৷ ভিতর।
আইস কিউব

জমছে   >< গলছে

প্রকৃতপক্ষে  ইন্দ্রিয়সুখ

গলনাংক  ওপেনএন্ডেড

জানালাটি  মেপেছিলো
কথোপকথনের  ~ তাপ

 তীব্র ।। ক্ষ্মীণ

নিশ্চুপ
১টি
ছায়ার
প্রজনন
   অর্ধচন্দ্রাকার
  ক্ষুর       ~ ~ ~

আস্তাবলের
~ ~ দিকে ~

আমিনুল ইসলাম