গুচ্ছ কবিতাঃ মন্দিরা ঘোষ

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



সূত্রধর


কিছু কিছু দাগ দেখা যায় না
নদীর গায়ে যেমন কান্না
ফুলের গায়ে  সুগন্ধ
বুকের ভাগবতে  পাপ

দলা দলা অনুশোচনার মেঘ
নড়বড়ে  ফ্রেমে আটকে 
খইধান গোটা হলুদ বসুধারা 

 বিচক্ষণ  জল সেই থেকে সূত্রধর
ধুয়ে দেয় লুকোনো দাগ



চাবি

প্রেমিকের মতো
চাপা দিই আড়াল করি
আঙুলে জড়াই

বার বার হারিয়ে যায়
খুঁজতে খুঁজতে সারাজীবন 


সংঘাত 

চোখে চোখে সংঘাত হলে
 টের পাওয়া যায় আঁচ

পাতা ভরে মনখারাপের
 জাহাজ এঁকেছি
ছলছল জলের ওপর
দুলছে সেই কাগুজে জাহাজ


কবি

সত্য এবং স্বপ্ন দুটোই ওদের কাছে 
ওরা ভয় শেখেনি
বুকের ভিতরটা  রক্তাক্ত  হলে
কিছু অক্ষর  বারুদ হয়ে ওঠে
অথবা কান্না

ওদের সবাই  কবি বলে ডাকে

মন্দিরা ঘোষ