তাঁর 'পাঠশালা'
--------------------
উৎসর্গ কবি গৌরাঙ্গ মিত্র
এখন নতুন দেয়ালে কলি পড়ছে নতুন বাড়িতে
রং বাছতে বাছতে বর্ণহীন হয়ে পড়ছে হেমন্ত
শীত নেমে আসছে দুঃখের মধ্যে দ্রুত
বিছানার এককোণে বসে আছি স্থাণুবৎ
কাঁদছি, হাত নাড়ছি তাঁর চলে যাওয়ার প্রতি
রম্য হোক পথ হোমের শিখায়।
তিনি গাইড করেছিলেন কবিতা লিখতে,
সে অর্থে গুরু।
শব্দগুলো ধোঁয়া হয়ে যাচ্ছে
তাঁর 'পাঠশালা'র আশ্রয় থেকে।
ধোঁয়া সরিয়ে খুঁজে চলেছি আলো,
উজ্জ্বল হয়ে উঠছে একটি নক্ষত্র জন্মকথা...
------------
চন্দ্রদীপা সেনশর্মা
১৫ ডিসেম্বর, ২০২০, সন্ধে ৬.৪৪
--------------------
উৎসর্গ কবি গৌরাঙ্গ মিত্র
এখন নতুন দেয়ালে কলি পড়ছে নতুন বাড়িতে
রং বাছতে বাছতে বর্ণহীন হয়ে পড়ছে হেমন্ত
শীত নেমে আসছে দুঃখের মধ্যে দ্রুত
বিছানার এককোণে বসে আছি স্থাণুবৎ
কাঁদছি, হাত নাড়ছি তাঁর চলে যাওয়ার প্রতি
রম্য হোক পথ হোমের শিখায়।
তিনি গাইড করেছিলেন কবিতা লিখতে,
সে অর্থে গুরু।
শব্দগুলো ধোঁয়া হয়ে যাচ্ছে
তাঁর 'পাঠশালা'র আশ্রয় থেকে।
ধোঁয়া সরিয়ে খুঁজে চলেছি আলো,
উজ্জ্বল হয়ে উঠছে একটি নক্ষত্র জন্মকথা...
------------
চন্দ্রদীপা সেনশর্মা
১৫ ডিসেম্বর, ২০২০, সন্ধে ৬.৪৪
অমলিন আলোর প্রশ্রয়
--------------------------------
উৎসর্গ কবি নাসের হোসেন
এসে পড়েছি মহাকালের পথে। বেশকিছু
অমলিন আলোর প্রশ্রয়ে এই পথহাঁটা।
থেমে যাবে জানি। যেভাবে থামছে আত্মপ্রিয়জন।
এক বৃহৎ শূন্যের পরিধিতে ঘুরে চলেছি।
অনুভব করছি প্রবল টান, অভিকেন্দ্রে।
আবৃত আলোর উদ্দীপন, সময় কমে আসছে...
ভারবাহী কাঁধের জোড় আলগা করছি আগুনে।
উৎসর্গ কবি নাসের হোসেন
এসে পড়েছি মহাকালের পথে। বেশকিছু
অমলিন আলোর প্রশ্রয়ে এই পথহাঁটা।
থেমে যাবে জানি। যেভাবে থামছে আত্মপ্রিয়জন।
এক বৃহৎ শূন্যের পরিধিতে ঘুরে চলেছি।
অনুভব করছি প্রবল টান, অভিকেন্দ্রে।
আবৃত আলোর উদ্দীপন, সময় কমে আসছে...
ভারবাহী কাঁধের জোড় আলগা করছি আগুনে।
নিজেকে লেপন করছি ঝুরোমাটির বেলচায়।
রাত শেষ হয়ে এল। মহাকালের রথে অশ্বখুরধ্বনি।
আজ যিনি চলে গেলেন তাঁর জ্যোতির্ময় অরূপে
রাত শেষ হয়ে এল। মহাকালের রথে অশ্বখুরধ্বনি।
আজ যিনি চলে গেলেন তাঁর জ্যোতির্ময় অরূপে
জেগে উঠবে ভোর। প্রথম আলো।
প্রশ্রয়াবনত ঋণে রাখা থাক দীক্ষিত প্রণাম।
-----------
চন্দ্রদীপা সেনশর্মা
৯ ডিসেম্বর, ২০২০, রাত ৪.০২
প্রশ্রয়াবনত ঋণে রাখা থাক দীক্ষিত প্রণাম।
-----------
চন্দ্রদীপা সেনশর্মা
৯ ডিসেম্বর, ২০২০, রাত ৪.০২
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন