কবিতা : নিখিল কুমার সরকার

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



জ্যোৎস্না
নিখিল কুমার সরকার
      

সক্রিয় রাত্রিশরীর নিয়ে 
চাঁদের ষোলোকলা জাগলিং
দেখতে দেখতে 
চন্দ্রাহত কোম্পানিবাগান
নিভৃতবাসের ভাইরাস-বিষণ্নতা
দিব্যি অতিক্রম করে যায়, চাঁদ জানে 

স্বয়ং মূর্ত অন্ধকার চাঁদ 
এও জানে --- আলো নয়, জ্যোৎস্না নিছকই 
আত্মচূর্ণ আলোর প্রতিধ্বনি