গুচ্ছ কবিতা : শীলা বিশ্বাস

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




শীলা বিশ্বাস

১)

আত্ম-জৈবনিক

মকর রাশির কন্যা দংশন জানে না, কর্ম সূত্রে ফিনিক্স রাশি

৩টি গৃহপালিত ফিনিক্স পাখির  ১মটি অফিসে যায়

২য়টি গৃহকর্ম নিপুণা, ৩য়টি লেখালিখির উঠানে থাকে

ওরা ভাববাচক শব্দের বিমূর্ততাকে মাপতে জানে 

দিনের শেষে  হিসেব বুঝে নিয়ে  জায়গা ছেড়ে দেয় 

রাত্রি গাঢ় হলে একটু ঘ্রাণের জন্য ঘিরে ধরলেও

মকর ও ফিনিক্স্‌-এর শান্তিপূর্ণ সহাবস্থান

সারাদিনে যে উচ্চস্থ হয় সেদিন তার রাজত্ব

 

২)

অসম্পূর্ণ অ্যানাটমি

 

অসম্পূর্ণ অ্যানাটমির ভিতরেও ইন্দ্রিয় সুখ খুঁজে নেয়

স্মৃতিতাড়িত একটা জমাট রেসিপির মধ্যে ডুবিয়ে রেখে

জিভ চুক চুক আওয়াজ তোলে

পান করে নিজেরই টের পেয়ে যাওয়া অনাগত দিন

শামুকপিঠ গুটিয়ে নিচ্ছে পোড়া ডানা

সময় শেষের আগেই দিদিমনি খাতা কেড়ে নিলে

নিজেরই পা ধরে ঝুলে থাকা অভ্যেস করে জীবন

 

৩)

চিন্তা-সূত্র

 

চিন্তার জাঢ্যতা পুঁতে রাখা মাটিতে

সভ্যতার মধ্যেই অসভ্যতা লুকিয়ে থাকে

দূরত্বের মধ্যে কিছু গাছ বুনে

একটা স্বপ্ন আরেকটা স্বপ্নের ভিতর ঢুকে যায়

 

হেঁট-মুণ্ড-ঊর্দ্ধ-পদের মহাকাশ কক্ষ

টপ ভিউতে সবুজ এলিয়ে আছে

চোখের নুপুর খুলে বাস্তবে দৃষ্টি ফেরাবার

সংকেত উঠে আসবে র‍্যাডারে

 

দেখো কত সহজেই মহাকাব্যিক সঙ্কেত ডিকোড হয়ে যাচ্ছে …