১৪০০ সাল পত্রিকা থেকে পূনর্মুদ্রণ: ভূমেন্দ্র গুহ

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



সমস্ত শরীরে
-----------------
ভূমেন্দ্র গুহ


সমস্ত শরীরে ঘুম লেগে আছে। যাবতীয় জোড় ও বিজোড়
আলগা হচ্ছে ক্রমান্বয়ে।
                              তরুণীটি ফিরে আসছে, নুয়ে
যাচ্ছে তার শারীরিক থাকা-বা-না-থাকা রাত্রি অন্তর্গত জলরাশি ভোর।
খুলে খুলে যাচ্ছে সব, খ'সে যাচ্ছে, অস্তিত্বের আকাঙ্ক্ষাকে ছুঁয়ে!

কাকে সে অর্জন করবে ধার্য ছিল। কারা তাকে-- একের যুগলে অন্য জনে?
সম্ভাবনা জলের ভিতর থেকে ভেসে আসে শৈশবের সারল্যে ও শ্রমে
ঘুমের ভিতরে যাচ্ছে, চ'লে যাচ্ছে অন্ধকারে সিক্ত মাতৃগুহার সন্ধানে।
নিজের শরীর সব আমিষে জারিত হচ্ছে; শিশুকে ভূমিষ্ঠ করবে পর্যায়ক্রমে!

ধীর পায় চলে আসছে রাস্তার এ-পারে দূরে রাত্রির ভিতরে।
শুধু ফুলে উঠছে তার শরীর ও শারীরিক পুরাবৃত্ত ঝড়।
অন্ধকার থেকে এসে ততোধিক অন্ধকার জলাশ্রিত রাস্তার উপরে
খরগোশটি জেগে থাকছে।
                    ঘুম এসে একাকার করে দ্বিবিভক্ত বাহির-অন্তর।
--------

এই কবিতাটি ১৪০০ সাল পত্রিকার প্রথম শারদ
সংকলনে প্রকাশিত হয়েছিল। কবির প্রথম কাব্যগ্রন্থ
 'যম'-এ কবিতাটি আছে।