মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 



সম্পাদকীয়
----------------


দীর্ঘসময় ধরে একটি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে 
আছি। দরজাটি নিজেই যিনি বন্ধ করেছেন, তাঁর
একমাত্র উত্তরসূরি হয়েও চাবির খবর আমার
জানা নেই। তবুও আমি প্রয়াসী সেই দরজা খুলে
আমার উত্তরাধিকার খুঁজে পেতে। ফাঁকফোকর
দিয়ে আলো এসে পড়ছে সামান্য। আমি পিলসুজে 
সংস্থাপন করছি। উজ্জ্বল শিখায় পূর্বসূরির মুখ।
১৪০০ সাল পত্রিকার শুভারম্ভ এভাবেই।


পৌষ সংখ্যাটি কবি ভূমেন্দ্র গুহকে উৎসর্গ করা
হল। ২০১৫, ২০ ডিসেম্বর তাঁর প্রয়াণের দিন। বাবা
অজয় দাশগুপ্ত এবং তাঁর সম্পর্ক গড়ে ওঠে যখন 
তাঁরা  উনিশ-কুড়ি। বাবার মৃত্যু পর্যন্ত তা অটুট
ছিল। ভিন্ন পেশার কারণে কখনো কখনো
যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আজীবন পরস্পরের
শুভাকাঙ্ক্ষী থেকেছেন ১৪০০ সালে লেখা তাঁর
একটি কবিতার পুনর্মুদ্রণ রাখলাম। পাঠককে শুভ
কামনা।

---------------
চন্দ্রদীপা সেনশর্মা