বৃষ্টি বিষয়ক পদ্য
জঙ্গলের বৃষ্টি শুধু গা ভিজিয়ে দেয় না।
বৃষ্টির সাথে এক্কাদোক্কা
খেলতে খেলতে
বৃষ্টিকে যেমন দেখতে হয়
তেমনি উচাটন মন নিয়ে কান পেতে
শুনতে হয়
বৃষ্টির এস্রাজের রেওয়াজ।
সবুজ পাতায় গুড়ি গুড়ি বৃষ্টির কুতকুত।
ভেজা ভেজা ধোয়া ওঠার ভেতর
জঙ্গলের সবুজ বৃষ্টি
নাচে আর নাচে আর নাচতে নাচতে
আমার শরীর ভিজিয়ে দেয়
আমার মন ভিজিয়ে দেয়।
পাহাড়ি বৃষ্টির ঢঙই আলাদা।
সমস্ত অস্তিত্ব নিয়ে পাহাড়ি বৃষ্টির
ছাদনা তলায় যেতে হয়।
জ্যোতি পোদ্দার
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন