কবিতা : বন্ধুসুন্দর পাল

সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 





তপস্যা
বন্ধুসুন্দর পাল

সমতল ঠোঁট থেকে যেই খসে পড়ল মায়া 
সেই তুমি  বনপাহাড়ি

মৃত্যুও নরম হয় খোলা বুকে  রাখলে দু'পা
প্রস্থানে ছিল না ঐ চালাকি

মেঠো পথ চেখে নিলে আয়ত্তে অশ্লীল দ্বীপ
লক্ষন ভালো না চিরসধবা নদীর 

এসো গুণি শরীরজীবন । তুলি ঘেঁটুফুল
কাঁটাবন, আলস্য মারিয়ে 

আবার মুখে তুলে নিই প্রণাম, ধূলোর ঘরে 
যাদের তপস্যা ভাঙতে নেই