গুচ্ছ কবিতা : নিয়াজুল হক

মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 




রাজকাহিনি 

ভালোবাসা রাখার যেসব পাত্র আছে

তার মধ্যে

একটি গাছ
যে ছায়া দান করে

একটি টলটলে জলাশয়
যেখানে আগাম দুর্ভিক্ষের ছবি ভেসে ওঠে

একটি পাহাড় চূড়া
যা পাদদেশ পর্যন্ত বিস্তৃত

মৃত্যুর পরেও
একটি রাজকাহিনি থেকে যাবে

দুটো আলাদা আলাদা ঘরে


সবাই ঘুমিয়ে পড়েছ 

তোমরা

কেউ দাঁড়িয়ে আছ

কেউ বসে আছ

কেউ আধশোয়া

তোমরা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছ

তোমরা যে বলয়ের মধ্যে রয়েছ
সেখানে সূর্যের আলো তো নেইই

চাঁদের আলোও নেই

তোমরা কালো পাথরের মতো
ক্রমশ অন্ধকারে মিশে গেছ

সেই জন্যেই
এই হাতুড়ি

এই পাঁচ আঙুলের বজ্রমুষ্ঠি

এই লাঠিরবাড়ি

ভুল বুঝে
সব খেয়ে ফেললে তোমরা

তারই অঙার প্রসব তোমরা দেখতে পাচ্ছ


আগুনের উচ্চতা 

তোমার ভেতরের আগুন
মাঝে মাঝে বের করে এনে
দেখাতে হয় উলঙ্গ মানুষদের

দেখাতে হয়
সূর্যের তুলনায়
মানুষ কতটা, বা কতটুকু

ছায়ারা যখন
তোমাকে খেয়ে ফেলতে চাইবে 

বগলদাবা করে ছিবড়ে বানিয়ে ফেলে দেবে

তোমাকে কিন্তু
আগুনের উচ্চতা দেখিয়ে
ভদ্রভাবে আগুন নিভিয়ে

আবার ভেতরে ঢুকে পড়তে হবে 

নিয়াজুল হক