কবিতা : ঝুমা মজুমদার চৌধুরী

 






ঝুমা মজুমদার চৌধুরী 


কারা যেন নিখোঁজ বহুদিন ধরে



কখনও  এমন হয়, বিকেলের সিঁদুরে মেঘে 
ছেয়ে  যায়  নিউটাউনের কংক্রিট আকাশ
মেঘেরা  তখন  দৈত্য দানব  নানা অবয়ব
নেই শুধু  নীল মেঘ, বোধহয়  অন্য কোথাও
 ওয়েস্টিনের  ওপাশে  সূর্য ডুবলে
বুকের কাছে  খিঁচ  খিঁচ
কারা যেন নিখোঁজ বহুদিন  ধরে

মানুষ নয়, হেমন্ত রোদে ফসল  কাটার গান
ছোট্ট  সাঁকোর নীচে সবুজ গন্ধ ঝোরা
কি যেন নাম বুকে অভিমান
অথবা মরে যেতে যেতে আবার বাঁচতে চেয়ে
আঙুলের ফাঁকে আঙুল আঁকড়ে থাকা 
সুতানের ঝিলে  গাছের  ছায়া বাকলে পাতায় কথার কারুকাজ  কতদিন নিখোঁজ সেসব মায়া


 শহর জুড়ে মুখোশ বিষন্ন শরীরে রাত নামে 
একে একে জ্বলে ওঠে হীরে  পান্না চুনী
 তবুও রিক্ত, অরণ্য জলে যদি ছোঁয়া যেত
 বৃক্ষ প্রতিবিম্ব  নাথ হে অধরা  দাও, অধরা...