দুটি কবিতা : দীপঙ্কর সরকার

 






  দীপঙ্কর সরকার


স্বপ্ন

তৎসম শব্দটির পাশে তদ্ভব শব্দটি কেমন বসেছে
দ্বিধাহীন , আহা ! আমরা যদি পাশাপাশি বসতে
পারতাম - সকল বিভেদ যেত দূরে । মুথা ঘাস আর
দূর্বাদল তেমন দোলে , হাওয়া যদি আমাদের দোলাতে পারত , জাত পাতের বালাই থাকত না 
আর । নদী যেমন সমুদ্রে মেশে উচ্চ নীচ ভুলে , আমরা যদি ধর্মাধর্মের ব্যবধান শিকেয় তুলে হা হা
হাসতে পারতাম সকল বিদ্বেষ যেত মুছে । ছুঁৎমার্গ
বলে কিচ্ছুটি থাকত না দেশি ও বিদেশি শব্দের মতো
এক পঙ্ ক্তিতে বসা যেত যদি এক নতুন পৃথিবী
গড়ে দিতাম ।


সবুজ পাতায় ভোর  

সবুজ পাতায় ভোর ডেকে আনে মুগ্ধ জলাশয়
স্তব্ধ নয়নে চেয়ে দেখি বায়বীয় উল্লাস ছড়িয়ে
ইতস্তত ।

সংবাদ শিরোনামে ওঠে পাড়াতুত ভাই বোন ড্যান্স
বাংলা ড্যান্সে জিতেছে খেতাব , বাহবা দিয়েছে 
ফুলের জলসায় কেউ গেয়ে গেছে গান পড়শিরা ঈর্ষাপরায়ণ ।

তবু উদ্যমে পড়েনি ভাটা এক তিলও আশার আলোয়
তুঙ্গে মনোবল । সমূহ বিষাদ ঝেড়ে ফেলে চরৈবেতি
চরৈবেতি মন্ত্রে হেঁটেছে সটান ।

যেন সঞ্জীবনী সুধার পেয়েছে আঘ্রাণ , সবুজ পাতায় 
ভোর জানান দিচ্ছে বুঝি ' এসো সুসময় ' ।