বাপ্পি লাহিড়ী শ্রদ্ধার্ঘ্য : চন্দ্রদীপা সেনশর্মা

 





বাপ্পি লাহিড়ী শ্রদ্ধার্ঘ্য
-----------------------------

চন্দ্রদীপা সেনশর্মা
-------------------------


সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পরপর চলে গেলেন
বাপ্পি লাহিড়ীও। বয়স মাত্র ৬৯। অপরেশ এবং
বাঁশরী লাহিড়ী দুই সংগীতশিল্পীর একমাত্র পুত্র
অলোকেশ, যিনি বাপ্পি নামেই বিখ্যাত হয়েছেন।
তিনবছর বয়সে তবলা বাজানো দিয়ে বাপির
সংগীত জীবনে প্রবেশ। লতা মঙ্গেশকরের কথায়
পণ্ডিত সামতাপ্রসাদের কাছে তবলা শেখেন।
ধ্রুপদি অনুষ্ঠানে সংগত করেন। কিন্তু হিন্দি
সিনেমাজগতে মিউজ়িক কম্পোজ়ারের
জায়গাটি বোধহয় তাঁর জন্য নির্ধারিত ছিল। Elvis
Presley বাপির খুব পছন্দের শিল্পী। বাপি মুম্বাই
গিয়ে বাপ্পি হওয়ার পর এলভিসের মতো সোনা
পরার স্বপ্নটিও সার্থক করেন।
'জ়খমী' সিনেমার প্রতিটি গান জনপ্রিয় হওয়ায়
বাপ্পি জনপ্রিয় সুরকার হয়ে ওঠেন। এরপর 'চলতে
চলতে' তাঁকে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।
আমেরিকায় সে সময় ডিস্কো গান এবং নাচের
রমরমা। ভারতে তিনিই নিয়ে এলেন ডিস্কো।
রাহুলদেব বর্মন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল কল্যাণজী
আনন্দজী'র সময়ে তিনি নিজের জন্য একটি
আলাদা জায়গা করে নিলেন। ১৯৮২ তে ডিস্কো
ড্যান্সার রিলিজ করল। সিনেমা এবং গান দুই
সুপারহিট। ওই সালেই 'নমক হালাল' সিনেমার গান
'পাগ ঘুঙ্গরু' 'রাত বাকি' 'জওয়ানি জানেমন'
একইরকম সুপারহিট। আফ্র-রক ব্যান্ড 'Osibisa'
১৯৮১ ভারতে আসে। তাদের একটি বিখ্যাত সুর '
'জওয়ানি জানেমন' গানটিতে বাপ্পি প্ৰিলুড হিসেবে
ব্যবহার করেন।
হিন্দি সিনেমায় মিঠুন চক্রবর্তীর সাফল্যের পেছনে
বাপ্পির সুরের অবদান যথেষ্ঠ। বহু নতুন প্রতিভাকে
হিন্দি ফিল্মের জগতে সুযোগ দিয়েছেন তিনি। বহু
প্রতিভা তাঁর কারণে বিখ্যাত হয়েছেন। ঊষা উত্থুপ
আলিশা চিনয় শারন প্রভাকর বিজয় বেনেডিক্ট
প্রমুখ। নিকাহ্ সিনেমার সলমা আগ়াকে 'Come
closer' এবং 'Jhum jhum jhum baba' গানে
নতুন করে চেনালেন বাপ্পি লাহিড়ী। 'জলতা হ্যায়
জিয়া মেরা' 'জওয়ানি জানেমন' থেকে 'কিসি
নজ়র কো তেরা' (ভূপেন্দ্র সিং এর সঙ্গে) আশা
ভোঁসলের ভার্সেটাইল গায়কীকে মনে রেখে
অতুলনীয় সুর বাপ্পির। 'কিসি নজ়র' গজ়ল়টি
শুনলে আজও মন ভরে যায়।
নমিনেশন পেয়ে গ্র্যামি না জিতলেও গ্র্যামির জাজ
হওয়ার সুযোগ পেয়েছেন বাপ্পি লাহিড়ী। তাঁর
প্রয়াণে তাঁর সুর করা আমার প্রিয় গানটি দিয়েই
তাঁকে শ্রদ্ধা জানাই : 'চলতে চলতে মেরে ইয়ে গীত
ইয়াদ রখ না/ কভী অলবিদা না কহ না...'