দুটি কবিতা : কনিষ্ক দেওঘরিয়া

 





কনিষ্ক দেওঘরিয়া 


ছাদ 


ছাদের চারপাশে কত সুখ 
রাস্তা দিয়ে পার হয়ে যায় লোকজন
আমি দেখি চলাচল 
ইশারায় কেউ কোনোদিন ডাকেনি 

পাশের বাড়ি টালির ঘর 
ওদের ছাদ নেই 
ওদের দুঃখও নেই  

সবারই কমবেশি গল্প থাকে 
পাশাপাশি দুটো ঘর সুখ - দুঃখের গল্প করে 

বৃষ্টি নেমে এলে আমি ভিজে যাই ছাদে 
পাশের বাড়িও বৃষ্টিতে ভিজে যাবে আজ 
টালির ফাঁকে আকাশটা ঢুকে পড়বে ঘরে 

দুঃখের কোনো ছাদ নেই  । 


ষড়যন্ত্রে গোপনে 


তোমার কথায় তাচ্ছিল্য 
চুপচাপ আছি 
গোপনে কবিতা লিখি 
আমিও ষড়যন্ত্রে বেঁচে আছি 

সাদা পাতার উপর লেখা আছে ফিসফিস শূন্যতা 
আর 
তোমার দাঁত ক্যাঁচানি 

তোমার অজান্তেই এড়িয়ে যাচ্ছি সবকিছু 
গোপনে কবিতা লিখছি 
ঘোরের মাথা অপমান মনে রাখে না ।