দুটি কবিতা : রিতা মিত্র

 





রিতা মিত্র



দীর্ঘ নিশ্বাসের মেঘ

সাদা পাতার উপর অস্থিরমতি কলমের খসখসে আঁচড়
অস্পষ্ট শব্দ কিছু যেন  না-ফোটা ফুলের কুঁড়ি

বাসি-বিছানায় সুখ-বিয়োনোর তন্তু খোঁজে অজানা চোখ
তছনছের এই নৈরাজ্য থেকে ভালোমানুষি পা টিপে টিপে হেঁটে গেছে অন্ধগলির অভিমুখে

লালিত বাসনাগুলো ভবিষ্যতের খবর না পেয়ে ইতিহাসের পাতা উলটে সুখ খোঁজে
আর ঘনীভূত হতে থাকে দীর্ঘ নিশ্বাসের মেঘ।



অদৃশ্য জাল
 
আবার একটা রাত ঘনিয়ে এলো। আকাশে তারাদের আনা-গনা,
জোৎস্নার আলোতে দেখি একাকী নৌকো ভাসে জলে, আমি শেকড়ের গন্ধ কিছুতেই ভুলতে পারি না।
এক-পা এগোলে দু-পা পিছিয়ে আসি। কেনো যে সোঁদা গন্ধ এত জড়িয়ে ধরে।
বিগত খরার সময় আকাশের কাছে মেঘ চেয়ে ছিলাম, আর মেঘের কাছে জল। কিন্তু যে বারিধারা চিবুক বেয়ে ঝরল তা তো নোনা। অপার তৃষ্ণা নিয়ে পথ হাঁটি, আর অদৃশ্য এক জাল বিস্তৃত হতে-হতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে  পা। হাবুডুবু খেতে থাকি, তবুও মাথাটা ঠিক  বালিশের উপরেই থাকে, লক্ষ করেছি।