কবিতা : ফটিক চৌধুরী

 





ফটিক চৌধুরী


ফূল ফোটার আনন্দে


ফুল ফোটার আনন্দে বিভোর ছিল নম্র সকাল
এরকম একটি সকাল
                        ফুল ফোটার জন্যই হয়তো বা।
ফুলের কিছু বর্ণ ও গন্ধ থাকে
                         ঠিক আমাদের জীবনের মত
সৌরভ ছড়িয়ে দিলে চারিদিক
সকলেই প্রীত হয়, নিজেও প্রীতিতে থাকে।

ফুলের নিচে যে আঁধারনিবিড় ছায়া থাকে
কোথাও থাকে কি বিষণ্ণতা ? যেখানে
শুকনো পাপড়ি ঝরে যাওয়ার গল্পও থাকে।
আমাদের শিথিল যাপনে 
                               যত খুঁজতে থাকি আলো
চোখে ভাসে সেই ফুলের বারান্দা
যেখানে বসে আমরা জীবনের বর্ণময় স্বপ্ন দেখি।

ফুল মাঝে মাঝে স্বপ্ন তো দেখায় ঠিক
দুঃখের সূক্ষ্ম দাগ মুছেও দিয়ে যায়
নম্র সকাল তাই নিজেই বিভোর থাকে
                                  ফুল ফোটার আনন্দে
ফুলও আনন্দে থাকে রঙিন পাপড়ি মেলে দিয়ে,
যে আনন্দ বেঁচে থাকার সবুজ সংকেত।