| ১৪০০ সাল পত্রিকা |
আমরা রাত্রির দিকে চলেছি --
এই চলার কোনো শেষ আছে?
উত্তর আসে : নেই।
কে উত্তর দেয়?
কে ঘুমের ভিতরে শুনতে পায়
সেই উত্তর?
কেউ কিছু শুনতে পায় না।
প্রশ্নের ভিতরে হঠাৎ ঝোড়ো হাওয়া
বইতে থাকে...
অর্জন
বহু দিনের পরিচিত ছেলে
বার্তা পাঠিয়ে বলল,
"আপনাকে ধিক্।"
কারণ আমি একজন পঙ্গু বন্ধুর প্রসঙ্গে
ভালোবেসে বলেছিলাম,
"পঙ্গুত্ব তাকে জ্ঞানের সুদূর জগতে
এগিয়ে নিয়ে গেছে।"
এই কথা বলার জন্য ধিক্কার।
অনেক ধিক্কার মাথা পেতে
গ্রহণ করেছি।
আবারও করলাম।
মনে হলো
কিছুটা পুণ্য অর্জন করলাম এইভাবে...
নির্ভার সুন্দর।
উত্তরমুছুনঅনন্য
উত্তরমুছুনঅসামান্য। কবিকে প্রণাম জানাই।
উত্তরমুছুনঅসামান্য। কবিকে প্রণাম জানাই।
উত্তরমুছুনকী সুন্দর সহজ অথচ গভীর। শ্রদ্ধা কবিকে।
উত্তরমুছুনঅসামান্য!অসাধারণ! এই মগ্ন উচ্চারণ শুধু তাঁর।
উত্তরমুছুনঅসামান্য!অসাধারণ! এই মগ্ন উচ্চারণ শুধু তাঁর।
উত্তরমুছুন