অগ্রহায়ণ সংখ্যা-কবিতা : মানবেন্দ্র পাত্র

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 ১৪০০ সাল পত্রিকা | 


রাত চরা

এই পাতাবাহার রাতে চুরি হয় গোপনীয় মুকুল। 
শ্বেতচাঁদের দেহ ঘিরে জল পিপাসা পেলে ফুটে ওঠে সাধন সহকারের সব
 জিজ্ঞাস্য তারা। 

চোখ বলো আর মন বলো 
সবই শুধু আকাঙ্ক্ষা মাত্র।

কক্ষের বিছানায় শুয়ে সেও এক মাঝামাঝি মাঝি---
চিৎ হয়ে শুয়ে থাকে।

পাতামুখে চুমু দেয়, কনকাঞ্জলি দেয়। 

অপরিমিত আলো আর জল, আবর্তিত হয়ে ঢুকে আসে
 বীজতলায়
নরম শেকড়ে।

যতই বলো তুমি,তিমির বিনাশী রাতে শুরু হয় সমূহ বিপ্লব! 
সহজ নয় তবু চুরি করা থালা-বাটি 
অস্পৃশ্য  পুকুর ও মাছ।
 
রাত জেগে থাকে অদৃশ্য পল্লবিত মায়া
জেগে থাকে পাতাহীন চোখ।