অগ্রহায়ণ সংখ্যা-অনুপ চণ্ডাল

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা




ভোর-বিভোর

আলো, অনুত্তপ্ত, কেবলই যিনি আলো

তাঁকে দেখতে আমাদের চাই ভোর নামের একটি প্রহর--

সুলভ নয়, শরীরের ঘুম ভোর হওয়া সহজ খুব নয়।

তবু এই অসীম আয়ুষ্কালে একদিনও ঘটে যদি ভোর দরশন,

দেখবে-- পলক পড়বে না-- দেখবে অনিমিখ:

টেবিলের উপনিষদকেও উজ্জ্বল ক'রে দিয়েছেন--

তাপশূন্য, উত্তাপহীন তিনি আলো, কেবলই আলো তিনি!

তখন আমরাও ভোর হই-- বিভোর হয়ে পড়ি…