অগ্রহায়ণ সংখ্যা-গুচ্ছ কবিতা : চন্দ্রনাথ শেঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা






ক স্তু রী-১

নদীর শ্মশান। একাএকা। শব্দ শোনা ইন্দ্রিয়পতন।
কেন  মান, অভিমান কেন---কান্নায় ভাসে মান্দাস
.
জলে। শেষ চিতা নিভে গেলে--নেবে নাভিটুকু

কস্তুরীর গন্ধ নিয়ে একাএকা নদীর বিহ্বলে...



[ * তুঁহুঁ মম তাপ ঘুচাও...]

আমিও মৃত্যুকে বলি : শ্যাম। 'উড়ে যাই তোমার ডানায়'। সেও : 'এইতো নতজানু ,জন্মান্তরে চলি ?' নিমিষে ট্রপোস্তর---- অন্য আলো। আমার ডানায় ঝলমল। ফুটে ওঠে--
কোকনদ-পুণ্ডরীক-কুবলয় : বামে-ডানে-দক্ষিণে
ডেকে যায়--পাখির কুজন। ওইদূরে বৈতরণী ; দক্ষিণদুয়ারি গুহা!
পতাকায় পতপত ওড়ে প্রজাপতি

মুখোমুখি বসে থাকি বন্ধু দু-জন...



 'শ্যামসুন্দর'
[ কুন্তীনদীর ধারে ধান ক্ষেতে কালো-সাদা 'শ্যামসুন্দরে'র (মুনিয়া-গোত্রের পাখি) খুঁটে খাওয়া ধান...  --'পঃ.বাংলার পাখি' ]

কাদের দালানে উড়েএসে বসে-শ্যামসুন্দর! কাদের
দাঁড়েতে দোল খায়, বলে : কি হৈল অন্তরে ব্যথা...

ঢেলে দেয় নীল ভালোবাসা। এক আকাশ।
সিসেরঙা ঠোঁটে : 'ব্যথা উপশম' ;
লেখা থাকে--পরমান্নের গান
                       
.                    ডালে ডালে --সবুজ পাতায়



কুন্তলীন কোম্পানি
[ ১৯০৩, শরৎচন্দ্র পেলেন 'কুন্তলীন পুরস্কার' ]

'তোমার ধরেছি হাত। মরদ বাংলা ভাষা।' (১০ টা ৫১ গতে...) 'সুগন্ধী তেলের গন্ধে  দাঁড় বেয়ে যাই'। ভালোবাসা-জ্যোৎস্না হাওয়া

লাগল পালে
.               এসে। তরী ছুটছে : (তদিদং হৃদয়ং মম)

তুমিই আমার পিয়ালতরু। আমি যে তোমার কোলে  হাওয়ায় হাওয়ায় দুলি--মাধবীলতা ঘোর।

পাঠিয়ে দেবে 'কুন্তলীন উপহারে'র মালা ? ...

কোম্পানি                                   ব্রোশিওর...