অগ্রহায়ণ সংখ্যা-কবিতা :রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা



টাইবার


প্রকাশ্য রাজপথে কিছু বিরামহীন  ক্যাকটাস,

গরহাজির সেনানীর পরিত্যক্ত খোলস ছড়িয়ে,  

নির্মম পতনের শব্দে মুক্তমঞ্চে আলো জ্বলে ওঠে,

সময় পুড়তে থাকে, নির্বোধ বাতাসের ষড়যন্ত্রে, 

শীতকোঁচকানো অরণ্যে গনগনে মশালের আঁচ, 

পৃথিবীর উঠোন জুড়ে কালোপাহারের ধ্বস,

ব্রুটাসের হাতের ছুরি ঝলসে উঠার আগে

টাইবার তাকে ভাসিয়ে নিয়ে যাবে নরকের দ্বারে-

যেখানে মেঘের রং রক্তের মত লাল ৷৷