অগ্রহায়ণ সংখ্যা-গুচ্ছ কবিতা : অভিজিৎ পালচৌধুরী

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা








১.

স্ট্র্যাপলেস অন্ধকার

একটা স্ট্র্যাপলেস অন্ধকার পরে
মেয়েটি রাস্তায় নামলো

হাঁটতে হাঁটতে মোবাইলে
খুঁজতে লাগলো লোকেশন
দুরন্ত দামাল হার্লে মোটরবাইক-টির
তার উইকএন্ড অভিসারের

এই পর্যন্ত লিখতেই - যাহ্,
স্ট্র্যাপলেস মেয়েটি উধাও

পড়ে রইলো শুধু
বেবাক্ অন্ধকার ।

২.
 দালির শব্দরঙে ..

শ্মশানের ছাইয়ে যে ঘুম উড়ছে
কফিনের ভেতর নিশ্চিন্ত যে ঘুম
সে ঘুম ভাঙবে  হয়তো কোনো
জেগে ওঠার সকালে

একটা সাইকেল দাঁড়িয়ে
আরেকটা নতুন ছায়াপথ .. অন্তহীন ..

৩.
আনপ্লাগড্ মৃত্যু

যে মৃত্যুর কোন ডেডলাইন নেই 
সেই আনপ্লাগড্ মৃত্যুর ঝরনাতলায়
ভিজে যায় প্রতিটি মুহূর্ত-যাপন
হ্যামলিনের বাঁশি বাহুল্য আজ ।