অগ্রহায়ণ সংখ্যা-গ়জ়ল :পুষ্পিত মুখোপাধ্যায়

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা



গ়জ়ল

স্মৃতির পুরোনো ফুলদানি ভাঙি, ছড়ালো পুরোনো শব্দ
ফেলে দিই সব স্মৃতিজল, গড়ালো পুরোনো শব্দ।
সেই কুলকুল ধ্বনি যে শুনি না, খটখটে ফুলদানি
রেখে দিয়ে কী লাভ হবে বলো, ক্ষয়ে গেছে সব শব্দ।
ফুলের মতো সাজানো স্বপ্ন ভেঙেছো অকারণ ।
কাঁটার মতো খচখচ করে বুকের পাঁজরে শব্দ।
কতো সাধ, স্বপ্নে আমার ফুলদানি ভরে ছিলো
হিংস্র বাতাসে উথাল পাথাল, তাইতো হারালো শব্দ।