অগ্রহায়ণ সংখ্যা-সম্পাদকীয় : চন্দ্রদীপা সেনশর্মা

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 ১৪০০ সাল পত্রিকা | 

                                                  


১৪০০ সাল পত্রিকার পুরোনো সম্পাদকমণ্ডলীকে শ্রদ্ধার্ঘ্য


কলেজস্ট্রিট বইপাড়ায় যাঁরা, বাবা অজয় দাশগুপ্তকে চিনতেন, পিসেমশাই সুবোধ দাশগুপ্তকেও চিনতেন, এটি উল্টেও বলা যায়।আজও অনেকের স্মৃতিতে অজাতশত্রু দুই বন্ধুর নাম একসঙ্গে উচ্চারিত হয়। তাঁরা দীর্ঘদিন শ্রীগোপাল মল্লিক লেনে একত্রে থেকেছেন। বাবা যখন যে প্রকাশনার সঙ্গে যুক্ত থেকেছেন, তার বইপত্রে পিসেমশাইয়ের অলঙ্করণ দেখা গেছে।
পিসেমশাই যুগান্তর পত্রিকায় অলঙ্করণ শিল্পী হিসাবে দীর্ঘদিন চাকরি করেছেন। ভালো মনের মানুষ এবং ভালো মানের লেখক ও শিল্পী, তাঁদের এই খ্যাতি আজও অক্ষুণ্ণ। তাঁদের এক লেখকবন্ধু জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায়। তাঁর বই 'পিরামিডের
মাথার মানুষ' এর অনবদ্য প্রচ্ছদ পিসেমশাইয়ের। তাঁর 'জেমস জয়েসের চিঠিপত্র' চয়নিকা থেকে প্রকাশিত হয়েছিল বাবার উদ্যোগে, যেমন '১৪০০ সাল'। বাবা তখন চয়নিকার কাজকর্ম দেখতেন। তিনজনই আজ প্রয়াত। ১৪০০ সালের          
            অন্য তিন সম্পাদক হিতেন্দ্র মিত্র, অমিতাভ বসু এবং প্রকাশক তমাল মজুমদার। অমিতাভ বসু ছিলেন 'সেই ময়ূখ' পত্রিকায় কবি জগদিন্দ্র মণ্ডলের সহ-সম্পাদক। বাবার মৃত্যুর পর অন্য রাজ্যে দীর্ঘ বসবাসের কারণে এঁদের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি।
                '১৪০০ সাল' পত্রিকাটি ব্লগ-এ প্রকাশ করতে পেরে আমি ধন্য।

                                                                                                      চন্দ্রদীপা সেনশর্মা