অগ্রহায়ণ সংখ্যা-কবিতা : অশোক দত্ত চৌধুরী

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা

 

 

ত্রিপর্ণ


.

অভিনয় যদি তোমার নয়ন বারি
তবু মেনে নেব অভিনয় সে তো নয়
আমি যে দেখেছি শেফালি পড়িছে ঝরি
তোমার কপোলে উড়ন্ত চুলে ভয়।

.

শূন্যতা    শূন্যতা     শূন্যতা
হে মহাস্থবির
মহাশূন্যের দিকে
                       
তোমার মুদিত নয়ন

                                      
'সে আছ
                                               
স্থির।

.

যে মালা গাঁথা হয়
তা আমি গাঁথতে পারিনি

কার্তিকের শেষ
শুকনো পাতা উড়ে আসে